An Appeal

একটি আবেদন

রামকৄষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের অনুরাগিবৃন্দ ও ভক্তমন্ডলীর প্রতি –

শ্রীরামকৃষ্ণ ভক্ত বেণী মাধব পালের সিঁথির উদ্যানবাটি আজ এক মহাতীর্থ ৷ “শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত” – এ উল্লেখ আছে শ্রীশ্রীঠাকুর পার্ষদসহ তিনবার এখানকার মহোত্সবে শুভাগমন করেছেন৷ যদিও অন্যান্য সূত্রে জানা যায়, ঠাকুর এই উদ্যানবাটিতে এসেছেন বেশ কয়েকবার৷ যা হোক্, স্থানীয় কয়েকজন ভক্তের উদ্যোগে ও রামকৃষ্ণ মঠ, বেলুড়-এর অভিভাবকত্ত্বে এখানে গড়ে উঠেছে ‘রামকৃষ্ণ মঠ’৷

এ মঠে সাধন-ভজন ও আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়মিত হয়ে থাকে৷ আরো কিছু সেবামূলক ও অন্যান্য কাজের জন্য জমির প্রয়োজন। বর্তমানে এই মঠের পরিসর মাত্র ১.৭৫ কাঠা৷ মঠ-সংলগ্ন দক্ষিন দিকে ১.৫ কাঠা জমি বিক্রয় আছে৷ মঠ কর্তৃপক্ষ উক্ত জমি কিনতে আগ্রহী৷ এক্ষেত্রে প্রায় ৩০ লক্ষ টাকার আশু প্রয়োজন৷

ভক্ত অনুরাগীদের কাছে আবেদন, এই উপলক্ষে যে কোন দান সাদরে গৃহীত ও স্বীকৃত হবে৷ চেক/ড্রাফট- ‘রামকৃষ্ণ মঠ (বেণীপাল উদ্যান) সিঁথি’ – এই মর্মে উপরি-উক্ত ঠিকানায় পাঠাতে অনুরোধ করি৷ সমস্ত দান ৮০জি ধারায় আয়কর মুক্ত৷

বিনীত

(স্বামী ঋতানন্দ)

অধ্যক্ষ

 

Top